বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. রোবটের উপাদান হলো-

i. ম্যানিপুলেশন

ii. ভার্চুয়ালাইজেশন

iii. অ্যাকচুয়েটর

নিচের কোনটি সঠিক?

২. সিমুলেশন যখন কোনো কিছুর শারীরিক উপস্থিতির আবহ প্রদান করা হয় তখন তাকে কী বলে?

৩. বায়োমেট্রিক্সের মাধ্যমে সিকিউরিটি সিস্টেম তৈরি করে-

i. কম্পিউটার নিয়ন্ত্রণ করা হয়

ii. নতুন প্রজাতি সৃষ্টি করা হয়

iii. অনুমোদিত ব্যক্তিকে শনাক্ত করা হয়

নিচের কোনটি সঠিক?

৪. +৫১০ কে ১ এর পরিপূরক ব্যবহার করে সচিহ্ন সংখ্যায় প্রকাশ করলে পাওয়া যায়-

৫. IP Address প্রকাশ করতে কত বিট প্রয়োজন?

৬. অপটিক্যাল ফাইবারের সুবিধা হলো-

i. দ্রুতগতিতে ডেটা স্থানান্তর করা যায়

ii. স্বল্প ব্যয়ে স্থাপন করা যায়

iii. বিদ্যুৎ ও চৌম্বকীয় প্রভাবমুক্ত

নিচের কোনটি সঠিক?

LTE হলো-

৮. সংখ্যা পদ্ধতির বিচারে ২১ হলো-

i. অক্টাল

ii. বাইনারি

iii. হেক্সাডেসিমেল

নিচের কোনটি সঠিক?

৯. ‘ক’ অক্ষরটি ইনপুট দেওয়া যায় কোন কোডের মাধ্যমে-
১০. সার্কিটটির আউটপুট-

১১. উদ্দীপকে 'X' চিহ্নিত গেটের পরিবর্তে কোন গেট ব্যবহার করলে আউটপুট OR গেটের সমতুল্য হবে?

১২. মাইক্রোওয়েভ হলো এক ধরনের-

নিচের উদ্দীপকটি পড় ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও।

রিভাস তার বায়োডাটা ওয়েবসাইটে পাবলিশড করেছে। উক্ত বায়ো-ডাটায় চঝঈ থেকে

ই.ঝপ পর্যন্ত পরীক্ষার ফলাফল টেবিল আকারে আছে। কিন্তু টেবিলের কোনো

পরিচিতিমূলক বর্ণনা নাই এবং টেবিলে কোনো বর্ডার ছিল না, তবে একটি ছবি ছিল।

১৩. উক্ত টেবিলে বর্ডার ছিল না, কারণ-

i.<caption> ছিল না

ii.<table border ="NULL"> ছিল

iii.<table border="o"> ছিল

নিচের কোনটি সঠিক?

১৪. যে ছবি সংযুক্ত রয়েছে তা হতে পারে-

i. .jpg

ii. bmp

iii. png

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

১৫. কোনটি সঠিক চলক?

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও।

#Include<stdio.h>

main ( )

for (i=1;i<N;i=i+2)

printf("S=%d",S);

{

int i,N,S=0,S=S+i

}

উপরের প্রোগামটিতে N=10 হলে print( ফাংশনে এর মান কত?

প্রোগ্রামটিতে যদি N=5 এবং S=S+i* পরিবর্তন করা হয় তা হলে printf ( ) ফাংশনে S এর মান কত?

নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও।

#include<stdio.h>

man ( )

{

int a=8,b;

b=++a;

printf("%d",b);

}

১৮. প্রোগ্রামটি রান করলে ন এর মান কত দেখাবে?

b এর মান 10 পেতে হলে ৫ম লাইনে কি লিখতে হবে?

২০. ডেটা এ্যানক্রিপশনের সংশ্লিষ্ট বিষয়-

i. সাইবার টেক্সট

ii. প্লেইন টেক্সট

iii. ফরেন কী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

HTML এর হেডিং ট্যাগ কোনটি?

২২. একটি কলেজের টিচার্স ইনফরমেশন টেবিলে শিক্ষকের নাম, আইডি নং,

যোগদানের তারিখ, মোবাইল নং এ চারটি ফিল্ড আছে। চারটি ফিল্ডের মধ্যে আইডি নং ফিল্ড হতে পারে-

i. Text?Character

ii.Numeric/Number

iii. Auto Number

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২৩. দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ-
২৪. ভিন্ন ভিন্ন প্রটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে নিচের কোন ডিভাইসটি ব্যবহার করতে হয়-
২৫. এক্সিকিউশনের পর কোন ফাইল হতে প্রোগ্রামের রেজাল্ট পাই?
বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Previous articleসিলেট সরকারি কলেজ,সিলেট,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
Next articleসরকারি সিটি কলেজ ,চট্টগ্রাম ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।